শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

মুন্সীগঞ্জের চরাঞ্চলে আবারো উত্তেজনা,বাড়ী ফিরতে পারছেনা ৬৩ পুরুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৫৩ বার পঠিত

 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের চরাঞ্চলে আবারো উত্তেজনা বিরাজ করছে। সেখানে মামলায় জামিন পাওয়া ৬৩ পুরুষ ফিরতে পারছেনা তাদের বাড়ীতে ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পরছে গ্রাম। বুধবার সকালে এমন ঘটনা ঘটেছে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে।
ভুক্তভুগি পরিবারের সদস্যরা জানান, শামসুদ্দিন হালদার মামুন গ্রুপের লোকজন বিগত সময়ের মারামারি মামলা জামিন নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা চেষ্টা করছে। এসব মারামারি ঘটনায় নজির হালদার গ্রুপের ৬৩ জন মঙ্গলবার জামিন পেয়ে বুধবার বাড়ীতে যেতে চাইলে মামুন হালদারের সন্ত্রাসী বাহীনি তাদের গ্রামে ডুকতে দেয়নি এ নিয়ে গ্রাম দুটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,খাসকান্দি ও মোল্লাকান্দি গ্রামের পরিস্তিতি শান্ত রয়েছে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গ্রাম দুটিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে জামিন প্রাপ্তদের বাড়ীতে ফিরতে দিচ্ছেনা এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য বিগত এক বছর যাবত চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শামসুদ্দিন হালদার মামুন ও নজির হালদার গ্রুপের মধ্যে ৮ থেকে ১০ বার সংঘর্ষের লিপ্ত হয়েছে। এসব সংঘর্ষে একাধিক মামলা হলেও গ্রাম দুটিতে এখনো স্বাভাবিক অবস্থার সৃৃষ্টি হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..