মুন্সিগঞ্জ লৌহজংয়ে পুকুর হইতে গলায় রশি পেচানো যুবকের মরদেহ উদ্ধার
আরিফুল ইসলাম সাকিল
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় রশি পেচানো পুকুরে ভাসমান অবস্থায় মোস্তফা (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।
২রা অক্টোবর সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকার একটি পুকুরে মরদেহটি এলাকাবাসী দেখতে পান ।
এলাকা বাশি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
নিহত মোস্তফা (১৮) মেদিনীমন্ডল ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মাদবরের ছেলে। চার ভাই এক বোনের মধ্যে মোস্তফা সবার ছোট। সে পেশায় একজন অটোরিক্সা চালক ছিল। পারিবারিক সূত্রে জানা যায়। প্রতিদিনের ন্যায় গতকাল অটোরিক্সা নিয়ে বের হয়েছিল রাতে আর বাসায় ফিরেনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশ্ববর্তী বাসিন্দা ফাতেমা বেগম নামের এক মহিলা হাঁস খোজতে গিয়ে মরদেহটি দেখেতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে জানান।
স্থানীয় মেম্বার শাহীন সরদার জানান, ছেলেটি আমাদের এলাকার না। কেউ চিনে না। গলায় রশি পেঁচানো অবস্থায় পুকুর পাড়ে দেখা যায়। বয়স আনুমানিক ১৫-১৮ হবে। পুলিশকে কল করেছি। ওনারা এসে মরদেহটি উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, ধারণা করছি এটা হত্যাকান্ড হবে। কেনা মুখমন্ডলে আঘাতের চিহ্ন সে সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
নিহত মোস্তফা (১৮) মেদিনীমন্ডল ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মাদবরের ছেলে। চার ভাই এক বোনের মধ্যে মোস্তফা সবার ছোট। সে পেশায় একজন অটোরিক্সা চালক ছিল। পারিবারিক সূত্রে জানা যায়। প্রতিদিনের ন্যায় গতকাল অটোরিক্সা নিয়ে বের হয়েছিল রাতে আর বাসায় আসেনি।
ধারণা করা হচ্ছে মোস্তফা কে হত্যা করে তার ব্যবহৃত অটোরিক্সা টি ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকান্ড। ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় থানাা একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।