মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান
রাখতে নৌকা মার্কায় ভোট দিন
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
================
দিনাজপুর,নয়ন রায়- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের এক চুলও বাইরে আমরা যাবো না।
শনিবার ১১ই নভেম্বর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে খামারদিঘা এইচ. আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এইচআর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান সঞ্জয় মিত্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী, তাপস চন্দ্র রায়,সহ আরো অনেকে।