মির্জাপুর বাজারে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই। মো;মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার।
১৭/০৪/২০২৪ রোজ বুধবার রাত ১০:০০ টার সময়
মির্জাপুর বাজারে অবস্থিত তোফাজ্জল মার্কেটে হাসান’স পাঞ্জাবি শপে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনের মতো রাত ৯ টার সময পাঞ্জাবির দোকান বন্ধ করে সবাই চলে যায়। রাত ১০টার পরে পথচারীদের মধ্যে একজন দোকানের ভিতরে আগুনের ফুলকি দেখতে পায়। সে আশেপাশের লোকজনকে জানায়। বেশ কিছু লোকজন জড়ো হয়ে প্রথমে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরই মধ্যে ভিতরে দাউ দাউ করে যে আগুন জ্বলছিল বাইরে থেকে সেটা ভালোভাবে বুঝা যাচ্ছিল।উপস্থিত লোকজনের মধ্য থেকে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে আবার কেউ কেউ তালা ভাঙার চেষ্টা করে।
একপর্যায়ে ফায়ার সার্ভিসের লোক এসে প্রথমে তালা ভেঙ্গে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই। তবে ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রম পরিচালনার কারণে অন্য দোকানগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই মার্কেটে কম করে হলেও ২০টির মতো দোকান রয়েছে।
খবর পেয়ে ১৩৬ টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বেশ মর্মাহত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ক্ষয় ক্ষতির পরিমান নিরূপনের নির্দেশ দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মির্জাপুর বাজার একটি বড় ব্যবসা কেন্দ্র কিন্তু আশেপাশে জলাধারের কোন ব্যবস্থা নেই। যে কারণে ফায়ার সার্ভিসের লোকজন বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হলে তাদের যথাযত কর্মকান্ড পরিচালনা করতে সমর্থ হবে না। এ বিষয়ে এমপি মহোদয় বাজার ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের অভিপ্রায় ব্যক্ত করেন।মির্জাপুর বাজারের কাছাকাছি জলাধারের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি ভেবে দেখবেন বলে জানান।
গত বছরও মসজিদ মার্কেট জুতার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। এ ব্যাপারে ব্যবসায়ীদের আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন বলে উপস্থিত সকলে ও অভিমত ব্যক্ত করেন
হাসান পাঞ্জাবির কর্ণধার হাসান শাহরিয়ার মুঠো ফোনে জানান দোকান পুড়ে যাওয়াতে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়৪০থেকে ৫০লক্ষ টাকা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়