মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের ‘উয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের’ ৫৫ তম বাৎসরিক শিক্ষা সপ্তাহ উদযাপন-২০২৩।
স্টাফ রিপোর্টার সাইদ আল মামুন
আজ ২৮-০২-২০২৩ ইং, মংগল বার হয়ে গেল টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় উয়ার্শী পাইকপাড় এম ইয়াছিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের ৫৫ তম বাৎসরিক শিক্ষা সপ্তাহ উদযাপন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, খান আহমেদ শুভ এমপি।
সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটি। সভাপতি ছিলেন জনাব খান মোহাম্মদ ইসরাফিল। সাবেক সংসদ সদস্য, ঢাকা-২০।উদ্বোধক জনাব হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, মির্জাপুর।
এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম বুলবুল। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজি:,মির্জাপুর।জনাব,শেখ আবু সালেহ মাসুদ করিম,অফিসার ইনচার্জ মির্জাপুর থানা।জনাব, আলহাজ্ব মাহবুব আলম মল্লিক হুরমহল,চেয়ারন্যান উয়ার্শী ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি টাংগাইল জেলা আওয়ামী লীগ। জনাব,মো:জুলফিকার হায়দার, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মির্জাপুর, মো: আওলাদ হোসেন,ভারপ্রাপ্ত সভাপতি উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ।জাহাঙ্গীর আলম জনি,বিশিষ্ট সমাজ সেবক। এছারাও উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষীকা, ছাত্র ছাত্রী এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। ষ্কুলের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান প্রতি বছর অতি দক্ষতার সাথে এই শিক্ষা সপ্তাহ পালন করে থাকে।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব মীর শাহীনুর রহমান স্বাধীন, সিনিয়র শিক্ষক, অএ বিদ্যালয়।মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্যালেন্ড টিভির সিইও সাংবাদিক সাইদ আল মামুন।