রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

মির্জাপুরে মসদই গ্রামে সোলেমান খান সচিব এর সাফল্যের আনন্দ উৎসব:—

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৩ বার পঠিত

মির্জাপুরে মসদই গ্রামে সোলেমান খান সচিব এর সাফল্যের আনন্দ উৎসব:—

সাইদ আল মামুন লিংকন, মির্জাপুর, টাঙ্গাইল ।

মসদই গ্রামের কৃতি সন্তান সোলেমান খান, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সাফল্যে আনন্দ উৎসব পালন করা হয়। আজ ০৪ ই মার্চ ২০২৩ ইং শনিবার টাঙ্গাইল মির্জাপুরের মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আনন্দ উৎসব আয়োজন করা হয় ।

বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লস্কর, সাবেক ,প্রধান প্রকৌশলী ,সড়ক জনপদ বিভাগ ,এর সভাপতিত্বে আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খান আহমেদ শুভ, এমপি, টাঙ্গাইল ০৭- মির্জাপুর ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, মেঘনা ব্যাংক লিমিটেড ,প্রতিষ্ঠাতা রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ, সহ সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় জাতীয় সংগীত সহ ও অতিথিদের বরণ মাল্যদান বিভিন্ন আয়োজন করা হয়। আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা সচিব, মসদই গ্রামের কৃতি সন্তান সুলেমান খান, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সাফল্যে সকলে গর্ববোধ করেন । ভবিষ্যতে এই গ্রাম থেকে আরো গুনিজন মহামানব তৈরি হবে এ আশা সকলেই ব্যক্ত করেন ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা আশরাফুল আশিস। বাংলা ট্যালেন্ড টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..