মির্জাপুরে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান ।
আনোয়ার হোসেন, মির্জাপুর, টাঙ্গাইল।
১ নভেম্বর ২০২৩ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় যুব উন্নয়ন দিবস ২০২৩ শীর্ষক আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মির্জাপুর, টাংগাইল।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিলা বিনতে মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আজহারুল ইসলাম। মো: সাইফুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জাপুর টাঙ্গাইল। মো: আসাদুজ্জামান, বাবুল( কবি)
অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নির্ধারিত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিলা বিনতে মতিন উপস্থিত সকলকে অনুপ্রেরণা দিতে গিয়ে বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ হচ্ছে যুবসমাজ। পরিবার,সমাজ তথা রাষ্ট্রের প্রতি এদের দায়িত্ব অনেক বেশি। এই বিশাল যুব সমাজের উন্নয়ন ব্যতিরেকে কোন দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। যুব সমাজ যেন পরিবার ও সমাজের বোঝা না হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের প্রশিক্ষিত করা প্রয়োজন। দেশের বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে তারা ঋণ পাচ্ছে এবং সফল উদ্যোক্তা হয়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের প্রতি অবদান রাখতে পারছে।একটি উদাহরণ দিয়ে তিনি বলেন,ধরা যাক একটি প্রতিষ্ঠানে ১০০ জন লোক নিয়োগের বিপরীতে ২০ হাজার আবেদন জমা হলো।চাকরি পাবে মাত্র ১০০ জন। আর বাকি সবাই কি হতাশ হয়ে বসে থাকবে, তা নয়।জীবনে সবার যে চাকরি করতে হবে এমন কোন কথা নেই। সুশিক্ষা এবং প্রশিক্ষণ এই দুটো জিনিস জীবনে অতি জরুরী। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে, তারা সমাজের বোঝা নয়,বরং সম্পদ।
সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সবশেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।