মির্জাপুরের পাকুল্লায় ‘ছাত্র-যুব-সুধীজন সমাবেশ’ অনুষ্ঠিত
আনোয়ার হোসেন মির্জাপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ’ছাত্র-যুব-সুধীজন সমাবেশ’। ১২ নভেম্বর (রোববার) বিকেলে এতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার হাজারো জনতা।
জানা যায়, জামুর্কী, মহেড়া, ফতেপুর, বানাইল, আনাইতারা , ওয়ার্শী ও ভাতগ্রাম- এই ৭ ইউনিয়নবাসীর পক্ষ থেকে তথা পশ্চিম মির্জাপুরের ‘ছাত্র-যুব-সুধীজন সমাবেশ’-এর আয়োজন করা হয়। বিশাল এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার কার্যকরী সদস্য, তথ্য-প্রযুক্তিবিদ ও টাঙ্গাইল-৭ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মির্জাপুরের কৃতি সন্তান রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।
এই আয়োজনে বক্তারা জানান, রাফিউর রহমান খান দীর্ঘ সময় ধরে এলাকাবাসীর জন্য কাজ করছেন। তিনি আমাদের পশ্চিম মির্জাপুরের ঐক্যের প্রতিক । বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে তিনি নেতৃত্বের ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন। এ ছাড়া সাধারণ মানুষও তাকে ঘরের মানুষ হিসেবে সব সময় কাছে পায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সানি মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে পশ্চিম মির্জাপুরের উন্নয়ন ও ঐক্যের প্রশ্নে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় লাভ করবেন এমনটাই মনে করছেন তারা। ছাত্র-যুব-সুধীজন সমাবেশে ব্যাপক মানুষের উপস্থিতি সেই চিত্রটাই তুলে ধরেছে।
প্রধান অতিথির বক্তব্যে রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি) বলেন, ‘আমি আপনাদের সন্তান , এলাকাবাসীর জন্য আমি কি করেছি আর কি কি করতে পারি, এটি আপনারা জানেন। আপনাদের সবার প্রত্যাশার প্রতিফলন হিসেবে আমি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহন করেছি । এটি আমার ব্যক্তিগত বা একক সীদ্ধান্ত নয়। আপনাদের নিকট অনুমতি চাইতে কয়েক মাস পূর্বে একটি জনসভায় উপস্থিত হয়ে অনুমতি তাই । আপনারাই আপনাদের এই সন্তানকে বড় পরিসরে মানুষের সেবা করার জন্য আনুমতি দিয়ে সুযোগ দিচ্ছেন। আমি মনোনয়ন পেয়ে এবং নির্বাচিত হয়ে সেই সুযোগের সদ্ব্যাবহার করে আমার এলাকার মানুষে ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন আমাদের প্রান প্রিয় নেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তার উপযুক্ত একটি স্মার্ট আধুনিক সোনার উপজেলা হিসেবে মির্জাপুরকে গড়ে তুলতে চাই ।