ফজলে রাব্বী, স্টাফ রিপোর্টরঃ
মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড, Zunaid Ahmed Palak এম.পি এর পক্ষ থেকে
জনসাধারণের সুবিধার্থে একটি করোনা প্রতিরোধক বুথ হাতিয়ান্দহ বাজারে বসানো হয়েছে।
এসময় ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের বারে বারে নির্বাচিত সফল চেয়ারম্যান সিংড়া উপজেলা আওয়ামিলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব মোঃ মাহাবুব-উল আলম বুথটি উদ্বোধন করেন।
উদ্বোধন কালে তিনি বলেন আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সপ্তাহ খানেক আগে সিংড়া পৌরসভাতে ১০ টি জনবহুল স্থানে পরিক্ষা মূলক করোনা প্রতিরোধী বুথ স্থাপন করেন বুথগুলো স্থাপনের পরপরই করোনা সচেতনতা এবং প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং জনসাধারনের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বুথ গুলো।
প্রতিমন্ত্রী পলক তার নিজেস্ব তহবিল থেকে সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন সহ নাটোর শহরের বেশ কয়েকটি জনবহুল স্থানে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করেন।
এই বুথটি সবার জন্য উন্মুক্ত।
মাস্ক পরুন সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।
জুনাইদ আহমেদ পলক এম.পি
আস্থা_রাখুন_পাশে_থাকুন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..