মালয়েশিয়া নির্মাণ কাজ করতে গিয়ে শরীয়তপুর জেলার শওকত আলী গাড়ি এক্সিডেন্টে অকাল মৃত্যু।
শরীয়তপুর জেলা প্রতিনিধি :
মালয়েশিয়ায় নির্মাণ সাইডে কাজ করার সময় একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পেরেক ফায়ার অ্যান্ড রেসকিউ-এর প্রধানের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ এ তথ্য জানায়।
বারনামা জানায়, বুধবার রাত ৮টা ১৭ মিনিটে দেশটির সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসের কারণে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এ সময় ওই বিশালাকার টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছেন যে তাদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর বয়স হবে।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের লাশ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাত ৯টা ৫৫ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।
ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার রিপোর্টার বাংলা টিভিকে বলেন
মালয়েশিয়ায় একটি কন্সট্রাকশন কোয়ারী সাইটে ভূমিধসের কারণে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এসময় এই বিশালাকার টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়। তাদের কাজে চলাচলের জন্য এই রাস্তাটি ব্যবহার করত, মূলত যারা এই সাইডে কাজ করেন তাদের জন্য রাস্তাটি ব্যবহার করা হয়। দুর্ঘটনা পর দ্বিতীয় শিফটের শ্রমিকরা অ্যাক্সিডেন্টটি দেখতে পায়, ও প্রশাসন কে অবগত করেন। প্রশাসন এসে উদ্ধার কাজ শেষ করতে রাত হয়ে যায়। এক্সিডেন্টে দুই জনের মধ্যে এক জন নাম: শওকত আলি,(২৬), পিতা: হানিফ জমদার। গ্রাম : নওপাড়া, থানা: নড়িয়া, জেলা: শরিয়তপুর, ঢাকা। আরেক জনের নাম ঠিকানা এখনো জানা যায় নি।
মালয়েশিয়ার দেশটির পেরাক রাজ্যের সিম্পাং পুলাইয়ে মাত্র ২৩ দিন হল শওকত বাংলাদেশ থেকে বৈধভাবে কোম্পানিতে গিয়েছে।শওকত অবিবাহিত দুর্ঘটনার শোনার পর শওকতের বাবা-মা অসুস্থ হয়ে পরিস্থিতি আশংকা জনক। মালয়েশিয়া থেকে শওকতের মরাদেহ আগামী মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশের এসে পৌঁছাবে। জানাযায় শওকত যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানি থেকে শওকত কে কোন ক্ষতিপূরণ দিচ্ছে না এই ঘটনায় শওকতের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শওকতের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।মঙ্গলবার শওকতের মরদেহ শরীয়তপুর জেলা নিজ বাড়িতে সমাহিত করা হবে।