মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

মালদ্বিপে খেলা শেষে রুমে ফেরার পথে স্টোক করে আর্জেন্টিনার সাপোর্টারের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার পঠিত

মালদ্বিপে খেলা শেষে রুমে ফেরার পথে স্টোক করে আর্জেন্টিনার সাপোর্টারের মৃত্যু

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে রাজধানী থেকে প্রায় ২শ কিলোমিটার দূরে ধিগুরা আইল্যান্ডে , আর্জেন্টিনা জয়ী হওয়ায় উল্লাস করতে করতে রুমে ফেরার পথে পথোমধ্যে স্টোক করে এক প্রবাসী বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থক মৃত্যুর কোলে ঢলে পড়েন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত প্রবাসী বাংলাদেশীর নাম মোঃ কায়েস খাঁ, পিতার নাম ফজলু খাঁ,তার দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার সদরের নাজিরাবাদ ইউনিয়নে,কায়েস,ফজলু খাঁর দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে প্রথম সন্তান কায়েস কার মৃত্যুর খবরে পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, তাহার পার্সপোট নাম্বার Bq0199898, গতকাল রাত আনুমানিক এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে,
ধিগুরা আইল্যান্ড থেকে শেখ মুজিব ও খায়রুল আমীনের সাথে যোগাযোগ করে জানা যায়, খেলা দেখে রুমে আসার পথে উল্লাসের এক পর্যায়ে স্টোক করে মাটিতে লুটিয়ে পরে মোঃ কায়েস, সাথে সাথে সঙ্গে থাকা প্রবাসীরা তাকে অতি দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রায় এক ঘণ্টা চেষ্টা শেষে মোঃ কায়েস খাঁ কে মৃত ঘোষণা করেন,মোঃ কায়েস দীর্ঘদিন ধরে একটি কনস্ট্রাকশন কম্পানিতে আনডকুমেন্ড কর্মী হিসেবে কাজ করে আসছে, তাহার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস মালদ্বীপ, মদিনার জামাত মালদ্বীপ শাখা ও মালদ্বীপের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন,এবং তাহার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন, তাহার মৃতদেহ বর্তমানে মালদ্বীপের রাজধানী মালে মর্গে রাখা হয়েছে, লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..