শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

মার্কিন বিমান হামলায় ২শতাধিক তালেবান নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৬৫ বার পঠিত

মার্কিন বিমান হামলায় ২শতাধিক তালেবান নিহত
জসীম উদ্দিন ইতি

আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ২০০ তালেবান
যোদ্ধা নিহত হয়েছে। রবিবার দেশটির সরকারি বাহিনী এক বিবৃতিতে এ তথ্য
জানায়।

আফগানিস্তানের প্রাদেশিক মুখপাত্র জিলানি ফরহাদ শনিবার বলেন, “মার্কিন
বিমান বাহিনীর জায়ান্ট বি -২২ বিমান তালেবান অবস্থানে বোমা ফেলা হয়, এ
হামলায় কমপক্ষে ২০০ সন্ত্রাসী নিহত হয়।”
গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিন শহর হেরাত, লস্কর
গাহ ও কান্দাহারে তুমুল লড়াই চলছে আফগান সামরিক বাহিনী আফগানিস্তান
ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স (এএনডিএসএফ) সদস্য ও তালেবান
বিদ্রোহীদের মধ্যে।

এদিকে, একই সময়ে আফগানিস্তানের দ্বিতীয় প্রধান শহর হিসেবে পরিচিত
কান্দাহারের তালেবান ঘাঁটিসমূহে বিমান হামলা করেছে এএনডিএসএফ। হামলায় ১০
জনেরও বেশি তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার পৃথক এক টুইটে হামলার
ভিডিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত ২১
তালেবান সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনজন কমান্ডার ও দুই চেচেন নাগরিক
ছিল। এ ছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ২০টি গ্রাম থেকে
তালেবানদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..