মানুষের মৌলিক চাহিদা নিবারণের পাশাপাশি
মানুষের মর্যাদা রক্ষায় শেখ হাসিনা বদ্ধপরিকর
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
নারায়ণ রায় নয়ন –
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মানুষের মৌলিক চাহিদা নিবারণের পাশাপাশি মানুষের মর্যাদা রক্ষায় শেখ হাসিনা বদ্ধপরিকর। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে মৌলিক বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেন জননেত্রী শেখ হাসিনা। মাতৃত্বকালীন ভাতার প্রবর্তক হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। মায়েদের সুস্থ্য রাখতে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা ইতিপূর্বে কোন সরকার চিন্তাও করেনি। তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ। যে পদক্ষেপ মানুষকে শেষ জীবনে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করতে পারে। তিনি বলেন, আজকে মাতৃ মৃত্যুর হার হ্রাস পাওয়ার কারণ হচ্ছে মাতৃকালীন ভাতা প্রদান। মা সুস্থ থাকলে আগামী দিনের বংশধর হতে পারে সুস্থ চিন্তার অধিকারী।
সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলায় রহিম বখশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দিনাজপুর অফিসের সহযোগিতায় ও বীরগঞ্জ ৪নং ভোগনগর ক্লাস্টার এসডিএফ এর আয়োজনে ‘স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আওতায় মাতৃত্বকালীণ ভাতা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দিনাজপুর এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ ৪নং ভোগনগর ক্লাস্টার কর্মকর্তা তপন কুমার রায়।
সঞ্চালনায় ছিলেন এসডিএফ এর জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মো. ওসমান গণি।
এসময় বিকাশ এজেন্টের মাধ্যমে ৬৪ জন উপকারভোগীকে ২ হাজার ৪০০ টাকা করে মোট ১ লাখ ৫৩ হাজার ৬০০। এটি প্রথম বার। এভাবে আরো তিন বার একই পরিমাণ টাকা পাবেন উপকারভোগীরা।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলএল) প্রজেক্টের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই শ্লোগানে বীরগঞ্জ উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।