মানুষের প্রত্যাশা পূরণে, অধিকার ও আস্থার জন্য রাজনীতি করি : মাসুদুজ্জামান ‘
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ কলাগাছিয়া ইউনিয়নবাসীর জনসমর্থনকে পুঁজি করে নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তিনি ক্ষমতা নয়, মানুষের অধিকার ও আস্থার জন্য রাজনীতি করেন।
শুক্রবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার কলাগাছিয়া ইউনিয়নের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়নবাসী তাঁকে প্রধান অতিথি করে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ মানুষের বিপুল উপস্থিতি ও ভালোবাসা দেখে আবেগাপ্লুত হন। তিনি বলেন, “কলাগাছিয়ার মানুষের ভালোবাসা ও উপস্থিতিই প্রমাণ করে—এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়ের রাজনীতি এবং এমন নেতৃত্ব, যে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে।”
ক্ষমতার রাজনীতির বাইরে এসে তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। রাজনীতি আমার কাছে মানুষের আস্থা ও দায়িত্বের প্রতীক। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি।”
এলাকার দীর্ঘদিনের দুটি মূল সমস্যা নিয়ে মাসুদুজ্জামান মাসুদ সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, “গ্যাস সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কলাগাছিয়ার মানুষ ভোগান্তিতে আছে। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেব।”
সেতুর নির্মাণ বিলম্বের বিষয়ে তিনি বলেন, “কদম রসূল সেতু বন্দরের ও সদর অঞ্চলের লাখো মানুষের স্বপ্ন। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে বছরের পর বছর বিলম্বিত হলেও, এখনই সময় এই সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার।”
তিনি আরও বলেন, এই সেতু নির্মিত হলে নারায়ণগঞ্জের অর্থনীতি, যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি সদর ও বন্দরের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে সমগ্র নারায়ণগঞ্জের জন্য সমানভাবে উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন।
শেষে তিনি শান্তি ও উন্নয়নের এক নতুন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা এমন এক নারায়ণগঞ্জ গড়তে চাই যা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত—শান্তি, উন্নয়ন ও শিক্ষার কেন্দ্র।”
সভায় মাসুদুজ্জামান মাসুদের পক্ষে সমর্থন জানাতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফয়সাল মাহমুদ সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বন্দর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন সহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন, হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।