বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

মানুষের দৌড়গোড়ায় স্বাথ্যসেবা পৌঁছাতে দিন রাত কাজ করে যাচ্ছে শ্যামনগরের রিডা হাসপাতাল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

মানুষের দৌড়গোড়ায় স্বাথ্যসেবা পৌঁছাতে দিন রাত কাজ করে যাচ্ছে শ্যামনগরের রিডা হাসপাতাল।

এস কে সিরাজ, শ্যামনগর থেকে।।

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর জনপদে সাধারন মানুষের স্বাথ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে দিন রাত সেবা মুলক কাজ করে যাচ্ছে রিডা প্রাইভেট হাসপাতাল টি।
বিশাল জনগোষ্ঠী বেষ্টিত শ্যামনগর উপজেলা সাড়ে চার লক্ষ মানুষের জন্য বরাদ্দকৃত শ্যামনগরের সরকারী হাসপাতালটি ডাক্তার সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে।সরকারী হাসপাতাল টিতে নেই কোন ভর্তি রোগী থাকার ব্যবস্থাপনা,জরাজীর্ণ প্যাথলজ্বি বিভাগ, নেই এক্্ররে আর আল্ট্রোসনার ব্যবস্থা।তখনই শ্যামনগর সদরে অবস্থিত রিডা প্রাইভেট হাসপাতাল টি স্থানীয় ও বহিরাগত ডাক্তারদের সম্নয়ে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। হাসপাতাল টি খুব অল্প সময়ের ব্যবধানে সাধারন মানুষের আস্তা কুড়াতে সক্ষম হয়েছে। সে কারনে ইতিমধ্যে পাশ্ববর্তী উপজেলা কালিগন্জে ও তাদের আরো একটি শাখা গড়ে উঠেছে। এ বিষয় কথা হয় হাসপাতালের প্রধান পরিচালক সিও আব্দুল্লাহ আল মামুনের সাথে,তিনি বলেন,আমাদের হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা দেয়া, যে কোন অপারেশন সহ রোগীদের পরিছন্ন বেডের মাধ্যমে থাকার ব্যবস্থা ও আছে,সকল প্রকার প্যাথলজ্বি ব্যবস্থা সহ চিকিৎসা সেবায় রয়েছে যথেষ্ট ছাড়।তাছাড়া গরীব আসহায় রোগীদের আমাদের সামর্থ অনুযায়ী কম খরচে চিকিৎসা সেবা দিয়ে থাকি,
বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার সহ শনিবারে থাকে ঢাকা খুলনা সহ বহিরাগত অভিজ্ঞ ডাক্তারগন,তিনি আরো বলেন আমরা এভাবে সাধারন মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..