সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ :
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। লকডাউন ঘোষণার খবরে বাড়িমুখী মানুষের ভিড় বেড়েছে ঘাটে। রোববার (২৭ জুন) ভোর থেকে ঘাট এলাকায় হাজার হাজার মানুষেরর ভিড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে, যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কোনো ফেরি পাড়ে ভিড়লেই মানুষ হুমড়ি খেয়ে উঠছে। ঠিকমতো গাড়ি পার হতে না পারায় ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েক,শ যানবাহন।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন
বলেন , সকালে যাত্রীর অনেক চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কিছুটা কমেছে। ঘাটে এ মুহূর্তে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে ।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় ছিল। এখন অনেকটা কমেছে। ঘাট দিয়ে শুধু লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা ছিল। এখন যাত্রী পারাপারও করতে হচ্ছে
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..