বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

মানহানি হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর সাব রেজিস্টার অফিস সহকারি মোছা:রহিমা খাতুন ৷

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পঠিত

মানহানি হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর সাব রেজিস্টার অফিস সহকারি মোছা:রহিমা খাতুন ৷
জামালপুর জেলা প্রতিনিধি : রাহুল
ইসলামপুর সাব রেজিস্টার এর অফিস সহকারি মোছা : রহিমা খাতুন জানিয়েছেন গত কয়েকদিন যাবত আমার মানহানি করার জন্য কিছু কুচক্র মহল মিথ্যা গুজব ছড়াচ্ছে আমি রহিমা খাতুন সাব রেজিস্টার অফিসে সরকারি ফিস বাবদ যে নির্ধারিত টাকা হয়ে থাকে সেটাই আমরা নিয়ে থাকি যেমন সাব কাওলা দলিলে ৩৬০ টাকা ফিস নকল নবীস এর বেতন বাবদ নিয়ে থাকি৷
আর ১০ পাতার জন্য :
এফ-(১)=২০ টাকা
এফ-(২)=১০ টাকা
জি-এ=২৪০ টাকা
জিবি=১৫০ টাকা
জিজি=৩৬০ টাকা
কোটফি=২০ টাকা
স্ট্যাম্প ২০০ টাকা
কিন্তু নিউজে আমার মানহানি করার জন্য বলা হচ্ছে আমি বেশি টাকা নিয়েছি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি সরকারি ফিস ব্যতীত কোন বাড়তি ফিস নেইনি এমনকি সরকারি ফিস এর টাকা নেওয়ার ভিডিও করে আমার মানহানি করার জন্য কুচক্র মহল বলছে যে বেশি টাকা নিয়েছি যা মিথ্যা বলে আমি মোছা : রহিমা খাতুন প্রতিবাদ জানাচ্ছি ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..