মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির কার্যক্রম অব্যাহত
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আলোচিত পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে আজ ১৫ এপ্রিল ২০২৫ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ-এর নেতৃত্বে চাষাড়া মোড় থেকে পঞ্চবটী সড়কের পুলিশ লাইন্স পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে সকল অবৈধ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়।
এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা প্রদান করে। বিকেল ০৩:০০ ঘটিকা থেকে ০৬:০০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ৩ ট্রাক পরিমাণ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের এই উদ্যোগ নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।