শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

মানবতার সেবায় সিলেটে আঞ্জুমান মফিদুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

 

মুহাম্মদ সানোয়ার আলী স্টাফ রিপোর্টার সিলেট 

সিলেট প্রথম মানবতার অঙ্গীকার নিয়ে এই প্রথম একজাক মানবতার ফেরিওয়ালার কর্যক্রম শুরু সংগঠনের সম্পাদক জনাব জুবায়ের আহমেদ চৌধরীর সাথে আলাপ কালে জানান আমরা সবসময় মানবতার কল্যানে কাজ করে যাচ্ছি সিলেট আমাদের যতগুলো মানবসেবা কার্যক্রম আছে এটাও আরেকটা অংশ আমরা সবসময় মানুষের কল্যাণের কতা চিন্তা করে আমরা মানুষের পাশে দাড়াই এটা ছাড়া ও সিলেট আমাদের অনেক গুলা মানবিক ইউনিট কর্যক্রম আছে যা মানব সেবায় উৎসর্গ-এই প্রতিপাদ্যে যুগ যুগ ধরে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্তকারী ইসলামি জনকল্যাণ সংস্থা “আঞ্জুমান মুফিদুল ইসলাম”-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রথমবারের মত আঞ্জুমান মুফিদুল ইসলাম, সিলেট জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে চেয়ারম্যান পদে অধ্যাপক ডাঃ আজিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, মাহি উদ্দিন আহমেদ সেলিম ও আবু তাহের মোঃ সোয়েব, সম্পাদক পদে জুবায়ের আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে ইমরান আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে কর্নেল (অবঃ) আবদুস সালাম, বীরবিক্রম, ডাঃ নাজমুস সাকিব, আতাউল করিম, ফয়েজ হাসান ফেরদৌস, খাইরুন্নেছা উদ্দিন শেলি, উস্তার আলী খসরু মিয়া, এ কে এম নুরুল হক ইকবাল, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী ও ডাঃ নাজরা চৌধুরী। আঞ্জুমান মুফিদুল ইসলাম, সিলেট জেলা শাখার নবগঠিত কমিটি অতিসত্ত্বর সিলেটে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এজন্য নবগঠিত কমিটি সমগ্র সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৫ সালে কলকাতায় এবং ১৯৪৭ সালে ঢাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..