মুহাম্মদ সানোয়ার আলী স্টাফ রিপোর্টার
অপরাধ দমনে বদ্য পরিকর দক্ষিণ সুরমা সিলেট মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার জনাব শাহাজান ভূঁইয়া তিনি অপরাধ দমনে মোগলাবাজার প্রতিটি ওয়াডে জনপ্রতিনিধি দের নিয়ে মানুষ এর মাঝে সচেতনতা তৈরি করসেন সমাজ থেকে অপরাধ নির্মূলে উনি বদ্দপরিকর মানুষ এর জন্য উনার দরজা সবসময় খুলা থাকবে বলে জানিয়েছেন আসলে উনি যে পরিশ্রম করেন যা বলার মতো নয় মোগলাবাজার থানার প্রতিটি মানুষ উনার কাজে খুবই সন্তুষ প্রকাশ করেন তিনি সবসময় মানুষ এর পাশে থেকে মানুষ এর ন্যায় বিচার পতিষ্টা করতে চান আমি দেখেছি উনি মামলা জিডি যারা করেন সব সময় নিজে তদারকি করেন এবং উনার সব অফিসার দের ও এই নির্দেশ দেন আসলে উনার প্রশংসা করে লাভ নাই এই অঞ্চলের মানুষ জানে উনি কতটা জনগণ বান্দব পুলিশ কর্মকর্তা আমরা দুয়া করি উনি যেন উনার কর্ম দিয়ে সারা জীবন বেঁচে থাকেন