রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

মাদারীপুর শ্রীনদী বাজারে কঠোর লগডাউনের আজ তৃতীয় দিন:

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২১৩ বার পঠিত

মোঃ জুবায়ের হোসেন স্টাফ রিপোর্টার মাদারীপুর।

মাদারীপুর জেলায় আজ তৃতীয় দিনের লগডাউন চলছে,এত আজ মাদারীপুর সদর উপজেলা শ্রীনদী বাজারে লগডাউন পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী মেজিস্টেট ফুহাদ হাসান। সকাল ১০ টা থেকে শুরু করে ১ ঘন্টা অভিযান পরিচালিত হয়। তিনি বাজারের প্রতিটি অলিগলি পরিদর্শন করেন বিনা প্রয়োজনে ঘরথেকে বাহিরে না আসার নির্দেশনা দেন এবং প্রতিটি দোকানদের মাক্স ব‍্যাবহার করার নির্দেশ দেন। কোনো ধরনের জন সমাগম করা যাবেনা বলে নির্দেশ দেন এক মাত্র নিত্য প্রযনিয় জিনিস ছাড়া কোনো দোকান পাঠ খোলা পেল তাকে আইনের আওতায় এনে সাজা প্রদান করাহে।

প্রসঙ্গ  গতকাল ও ঠিক একেই সময় অভিযান পরিচালনা করেন তিনি এ সময় মুখে মাক্স না থাকার কারনে একজনকে জরিমানা করা হয়। বিভিন্ন জেলার ন‍্যায় মাদারীপুরেও বারছে করোনা রুগীর সংখা গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে ৪২ জন বর্তমানে মাদারীপুরে করোনার রুগী প্রায় ৩ হাজারের উপরে চলেগেছে। কিন্ত কিছু কিছু বাজার ঘুরে দেখা জায় প্রশাসন যতক্ষন থাকে ততক্ষণ ঠিকেই থাকে যখন চলে যায় আবার সেই একেই অবস্থা হয়ে দাড়ায় কাচা বজার মাছ বাজার গুল দেখলে মনে হয়না যে কোনো লগডাউন চলতেছে।

মুদি দোকান গুলোর কাছে ভেরা খুবই কস্টকর সাধারণ সময়ের চেয়ে দিগুন ভির প্রশাসনের তোয়াক্কা না করেই চলছে এই ধরনের ব‍্যাবসা প্রতিষ্টান। সরকারের নির্দেশ অনুযায়ী যদিও ০৯ টা থেকে বিকেল ০৫ পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে সেখানে রাত ৮ পর্যন্ত ও অনেক দোকান পাঠ খোলা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..