মাদারীপুর জেলা কালকিনি উপজেলা বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদারের উপর হামলার প্রতিবাদে উত্তাল ডাসার
মোঃ জুবায়ের হোসেন
স্টাফ রিপোর্টার :
মাদারীপুর জেলা কালকিনি ডাসার উপজেলার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদারের
উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
আজ ১৯ আগস্ট বেলা ১১ টার দিকে ডাসার উপজেলা আওয়ামিলীগের যুগ্ন আহবায়ক কাসেম হাওলাদার ব্যক্তিগত কাজে কালকিনিতে গেলে হামলার শিকার হন।
ডাসার উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানাগেছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পোস্টারে স্থানীয় সংসদ সদস্য ডাঃ আবদুছ ছোবান গোলাপের ছবি না দেওয়ায়
ক্ষুব্ধ এমপির সমর্থকরা তার উপর অতর্কিত হামলা চালায়।এতে করে ডাসার উপজেলার আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদে উত্তাল হয়ে উঠে। এসময় উপজেলায় গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট ঢাকা-বরিশাল মহাসড়ক আবরোধ করে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় হামলাকারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এতে করে মহাসড়কে ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।এসময় সড়কে দীর্ঘ যানযট তৈরি হয় ।ডাসার উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গেপ্তার করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ডাসার থানার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদার দীর্ঘ ৩০ বছর ধরে কাজীবাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।