নিহত রাজিব উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।
এলাকা, ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ইজিবাইক চালক ছেলে রাজিব সরদার দীর্ঘদিন ওই এলাকায় ইজিবাইক চালিয়ে আসছেন। নিহত রাজিব সরদার প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তার নিজ বাড়ির গ্যারেজে ইজিবাইক চার্জ দেয়ার জন্য ব্যাটারিতে বিদ্যুত সংযোগ দেন। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মাড়া যান। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই রাজিব বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তবে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় নাই।