সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

মাদারীপুর জেলা কালকিনিতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৫০ বার পঠিত

 

মোঃ জুবায়ের হোসেন
স্টাফ রিপোর্টার :
মাদারীপুর জেলা কালকিনিতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রাজিব সরদার (২৪) নামে একজন চালকের মৃত্যু হয়েছে।
নিহত রাজিব উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।
এলাকা, ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ইজিবাইক চালক ছেলে রাজিব সরদার দীর্ঘদিন ওই এলাকায় ইজিবাইক চালিয়ে আসছেন। নিহত রাজিব সরদার প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তার নিজ বাড়ির গ্যারেজে ইজিবাইক চার্জ দেয়ার জন্য ব্যাটারিতে বিদ্যুত সংযোগ দেন। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মাড়া যান। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই রাজিব বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তবে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় নাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..