শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

মাদারগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২১ বার পঠিত

মাদারগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুলছাত্রের

মোঃ বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাদশা নামে ৭০ বছরের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।

(৬ মার্চ ) রোববার সকাল সাড়ে ১০ টার দিকে বালিজুড়ী-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অফিসে বসে প্রকাশ্যে ধূমপান প্রধান শিক্ষকের
নিহত মেহেদী হাসান চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামের তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মেহেদী হাসান চরপাকেরদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত বৃদ্ধ বাদশা ওই ইউনিয়নের মোমেনাবাদ গ্রামের মৃত কুব্বাত আলী ছেলে।

জানা গেছে, নিহত মেহেদী হাসান সকালে উপজেলার বালিজুড়ী বাজার থেকে ঝাড়কাটা নিজ বাড়িতে যাচ্ছিল। পথে ঝাড়কাটা বাজারের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা বৃদ্ধ বাদশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লাগে এবং মোটরসাইকেল গিয়ে পড়ে বৃদ্ধ ওপরে। এতে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন এবং বৃদ্ধ বাদশার অবস্থা আশংষ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..