মাদক মামলা: আমৃত্যু-যাজ্জীবনসহ নড়াইলে ৩ জনের কারাদণ্ড।
স্টাফ রিপোর্টার
নড়াইলে পৃথক দুটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। ৫২ বোতল ফেন্সিডিল মামলায় অভিযুক্ত কার্তিক দেবনাথ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি কার্তিক দেবনাথ যশোর জেলার কোতয়ালি থানাধীন খোজারঘাট (দক্ষিণপাড়া) এর অজিত কুমার দেবনাথ এর ছেলে। রায় ঘোষণার সময় কার্তিক দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- ২০২ বোতল ফেন্সিডিল মামলায় অভিযুক্ত মো.জুয়েল রানা এবং জহরুল ইসলাম এছাড়াও তাদের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। জুয়েল রানা যশোর জেলার চৌগাছা থানাধীন কারিকর পাড়ার খোকন আহম্মেদ মন্ডল এর ছেলে এবং জহরুল ইসলাম একই থানার হুদাপাড়া এলাকার আহসান মোল্যার ছেলে,তারা দুইজন ই পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ১০ নভেম্বর নড়াইল জেলা পুলিশের অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল সহ নড়াইল যশোর মহাসড়কে আবাদ নামক এলাকায় চেক পোস্টে ডিউটি চলাকালে একটি আলম সাধুর গতিরোধ করে গাড়ির টুলবক্স থেকে ফেন্সিডিল উদ্ধার করে কার্তিক দেবনাথ কে আটক করে এরপর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
অপর একটি মামলায় গত ২০১২ সালের ১০ নভেম্বর নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নড়াইল সদর থানা পুলিশ এর যৌথ অভিযানে নড়াইল যশোর মহাসড়কের চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে গাড়ি তল্লাশিকালে জুয়েল রানা ও জহরুল এর ইঞ্জিন চালিত ভ্যান করিমন থেকে ২০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পরে নড়াইল সদর থানায় অভিযুক্ত দুইজন কে আসামী করে এজাহার দায়ের করেন।উক্ত মামলায় জব্দকৃত আলামত রাষ্টের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে।