শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

মাদক মামলায় এসআই সহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পঠিত
মাদক মামলায় এসআই সহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের এসআই হেলাল ও তার সহকর্মী মানিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। হেলাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ি নওগাঁ জেলায়। মামলার সাথে জড়িত সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।
বুধবার (২১ জুন) দুপুরে যাবজ্জীবনসহ প্রত্যেককে ১২ লক্ষ টাকা জরিমানা করে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
রায়ের মাধ্যমে যানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই হেলাল উদ্দিন প্রামানিক ও তার সহযোগী সুইপার মানিক দাস কে দুটি ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১২ লক্ষ টাকা সহ যাবজ্জীবন কারাদন্ডে ও আরো একটি ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা দন্ডে দণ্ডিত করেছে আদালত।
এসআই হেলাল উদ্দিনের সহযোগী মানিক দাস বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ মামলার আরো ১ আসামী মাসুদ রানাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে এবং মামলার জব্দকৃত সকল আলামতকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯/০৬/২০১৯ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদকবিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাজা সাপ্লাই করে থাকেন। সেদিন থেকেই হেলালের উপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা। পরে সেখানে ঠাকুরগাঁও ডিবি’র একটি দল অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে। আটক হেলালের বাড়ি নওগাঁ জেলায় ও সুইপার মানিকের বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে। তার বাবার নাম বাদল দাস।
এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..