মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জানুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে একটি পিকআপ যোগাযোগের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ভোর ০৫:২০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকার সাফদারপুর রোড সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর সামনে চেকপোষ্ট এর মাধ্যমে সন্ধেহ জনক ভাবে পিকআপে অভিযান পরিচালনা করে আসামী শ্রী বাপ্পি দাস(৩৭), পিতা-মৃত শ্রী হরিদাস, সাং-ঝাউটিয়া, থানা- লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ জুনায়েদ খান(৩৬), পিতা-মো: নুরুল ইসলাম খান, সাং-বারান্দি মোল্লাপাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর এবং তপন চন্দ্র দাস(৫৯), পিতা-মৃত হরিপদ দাস, সাং-কনকসার সিংহের হাটি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের নিজ হেফাজত হতে ২৫১ বোতল ফেন্সিডিল, ০৪টি মোবাইল ০৮টি সিমকার্ড, ০১টি পিকআপ এবং নগদ ৪৪,১০০ টাকা জব্দ করে।
জব্দকৃত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।