মাদক বিরোধী অভিযানে ইয়াবা দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ নাসিম হোসেন (৩৭), পিতা-মৃত: হানিফ মিয়া, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর এবং মোঃ সোহাগ হাওলাদার ওরফে শহিদ(২৭), পিতা-মৃত: আবজাল হাওলাদার, সাং-চরকগাছিয়া, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি সাং-নথুল্লাবাদ বাস টার্মিনালের পেছনে, থানা-কোতয়ালী, জেলা-বরিশালদ্বয়’কে খুলনা মহানগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।