মাতামুহরী নদী গর্ভে বিলীন কৈয়ারবিল দ্বীপকুল, ভরন্যারচরের অসংখ্য ঘরবাড়ি
এ.এইচ রিপন চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহরী নদীর কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড। ইউনিয়ন পরিষদের দক্ষিণ পূর্ব ,কৈয়ারবিল প্রপার , হাইস্কুলের দক্ষিণে দ্বিপকুল ভরন্যারচর এলাকায় অসংখ্য মানুষের বস বাস , বর্ষাকালে ভারি বর্ষণে পানির শ্রোতে ভেঙ্গে যায় অসংখ্য বসতঘর। চলতি বন্যায় ৫টি ঘর এবং ভিটে মাতামুহুরী নদীতে বিলীন হয়ে গেছে। একইভাবে কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নের হাজার হাজার মানুষের ভিটেমাটি, ক্ষেত ও ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় নদীর তীরবর্তী বেড়িবাঁধ রক্ষা করা অপরিহার্য। তা হাজার হাজার মানুষের একমাত্র দাবি। বাঁধ রক্ষা করতে না পারলে অল্প দিনের মধ্যেই দ্বিপকুল, ভরন্যারচর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তা রক্ষায় টেকসই বেড়িবাঁধের প্রয়োজন।
পানি উন্নয়ন বোর্ড, মাননীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ফরহাদ মোহাম্মদ নিঝুম আমাদের প্রতিনিধি কছে বলেন এলাকাবাসীর আর কত অবহেলায় থাকবে।