মাছ চাষের সাথে ধান চাষ করার জন্য ফুঁসে উঠেছে সোলাদানা ইউনিয়নের কৃষক সমাজ।
বিমল সরকার, পাইকগাছা প্রতিনিধি। খুলনার পাইকগাছা থানার সোলাদানা ইউনিয়নের অধিকাংশ আবাদি জমিতে লোনা পানি তুলে বাগদা চিংড়ির চাষ করে আসছে এখানকার কৃষকরা শুরুতে চিংড়ির মাছের চাষ ভাল হলেও জমিতে উর্বর শক্তি হ্রাস পাওয়ার কারনে এখন মাছ চাষ ভাল হচ্ছে না ফলে কৃষকরা যেমন পোনা মাছের টাকা সমিতির টাকা পরিশোধ করতে পারছে না ফলে কৃষকরা এখন মাছ চাষের সাথে ধান চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেই আলোকে কৃষকরা এডঃ শিবু প্রসাদের নেতৃত্ব সোলাদানা ইউনিয়নের বিভিন্ন বাজার গুলোতে মিটিং সভা সেমিনার করা শুরু করেছে ।কৃষকরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে সভা সেমিনার গুলোতে বক্তব্য রাখছেন কৃষক নেতা সুভাষ বাবু বিশ্বনাথ বাবু বিনয় মাস্টার আবুবকর মোল্য।বি এম আবুবকর গাজী নজরুল ইসলাম সহ আরো অনেকে।