আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীতে লক-ডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি
মেনে চলুন,ঘরে থাকুন সুস্থ থাকুন,নিরাপদ থাকুন।
করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি টেকাতে সরকারী নির্দেশনা বাস্তাবায়নে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সর্তকর্তা জারি করা হয়েছে।
আজ সােমবার ২৮ জুন মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্ধোগে করােনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে জনস্বাস্থ্য হুমকিতে থাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬ টা থেকে থেকে ১ জুলাই সকাল
৬ টা পর্যন্ত বিধিনিষেধ আরােপ করা হলাে ।
উল্লেখিত সময়ে সবধরণের গণ-পরিবহন বন্ধ থাকবে,(চলবে শুধু রিকশা) সকল শপিংমল , মার্কেট , পর্যটনকেন্দ্র,রিসাের্ট,কমিউনিটি সেন্টার ও বিনােদন কেন্দ্র বন্ধ থাকবে ।
খাবারের দোকান,হােটেল-রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খাবার বিক্রয়(শুধুমাত্র অনলাইন / টেক ওয়ে ) করতে পারবে।
নির্দেশনার পাশাপাশি মহেশখালী উপজেলার ৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সর্বসাধারণকে বিশেষ প্রয়ােজনে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে আহবান জানানাে হয়েছে ।
সরকারী বিধিনিষেধ মেনে না চললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মহেশখালী উপজেলা
প্রশাসন ।
সােমবার সকাল থেকে মহেশখালীতে লক-ডাউন বাস্তবায়নে উপজেলার সহকারী কমিশনার(ভূমি)
এসএম আলমগীরে নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর প্রচারনা কর্যক্রম চোখে পড়ার মতো!