মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

মহেশখালী ব্রীজের সংস্কার কাজ পরিদর্শন করলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫৯ বার পঠিত

 

আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি

মহেশখালী ব্রীজের সংস্কার কাজ পরির্দশন করলেন সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি।

মহেশখালীতে পুরাতন ২টি ব্রিজের সংস্কার কাজ শুরু করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। এই সব পুরানো ব্রিজ গুলো প্র মহেশখালীর বহু স্মৃতির স্বাক্ষি এসব ব্রিজ ।
উপজেলার ছোট মহেশখালীর প্রবেশ মুখে অবস্থিত রশিদ মিয়ার ব্রিজটি র্দীঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙে যাওয়ার অবস্থা ছিলো ,ব্রীজ টি ২০২১ সালের শুরুতে সাংসদ আশেক উল্লাহ রফিকের প্রচেষ্টায় সংস্কারের উদ্যেগ নেয় এলজিডি ।

আরো একটি ছোট মহেশখালীর প্রধান সড়কে অবস্থিত খালের দক্ষিন ব্রীজ টি গত মাসে একটি কয়লা বোঝায় ট্রাক সহ ভেঙ্গে পড়ে যাই। এই দুটি ব্রিজের সংস্কার কাজ শুরু করে গত মাসে।
এই ব্রীজের উন্নয়ন কাজ পরির্দশন করতে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে হাজির হন সাংসদ আশেক উল্লাহ রফিক।

শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পরে প্রথমে রশিদ মিয়া ব্রীজের কাজের মান যাচাই বাচাই করেন, পরে ছোট মহেশখালীর প্রধান সড়েকের ব্রীজটির কাজের মান যাচাই বাচাই করে মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মহেশখালী দ্বীপে সড়ক উন্নয়নে যে উন্নতি হয়েছে যা গত ৫০ বছরের হয়নি।
তিনি আরো বলেন, চালিয়াতলী থেকে গোরকঘাটা ,শাপলাপুর থেকে গোরকঘাটা সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রাতে সড়কে আর অন্ধকার নেই চলাচলের জন্য সোলার লাইট স্থাপন করা হয়েছে। সংস্কারকৃত এই ব্রীজ গুলির কাজ দ্রত সম্পন্ন করতে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার আওয়ামী লীগের ভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..