আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
মহেশখালী পৌরসভার উদ্যোগে ১০৭ কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ!
মহেশখালী পৌরসভার ও পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে চলমান লকডাউনে
কারণে বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(০৬) জুলাই বিকালে মহেশখালী পৌরসভার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে ১নং ওয়ার্ডের ১০৭ জন কর্মহীন শ্রমিকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,মহেশখালী উপজেলার প্রকৌশলী সবুজ কুমার দে,সংশ্লিষ্ট টেক অফিসার,
পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন-
চলমান কঠোর লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
তাই এসব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সকল ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই মানবিক সহায়তা বিতরণ করা হবে।