আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা প্রশাসনের সাথে লকডাউনের ৫ম দিনে মাঠে ছিলেন মহেশখালী কলেজ রোভার স্কাউটস দল।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ৭ দিন ব্যাপী লকডাউনের আজ ৫ জুন ৫ম দিন চলছে। আজকের দিনে মহেশখালীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ কার্যক্রমে মহেশখালী উপজেলা প্রশাসনের সাথে ছিলেন মহেশখালী কলেজ রোভার স্কাউটস দল। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যগণ। মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার, ডাকবাংলো বাজার ও মহেশখালী জেটি সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। মহেশখালী কলেজ রোভার স্কাউটস দলের সাথে ছিলেন কক্সবাজার জেলা রোভার স্কাউটস কমিটির কর্মকর্তা ও মহেশখালী কলেজের শরীর চর্চা বিষয়ক শিক্ষক আমিনুল হক। মহেশখালী কলেজ রোভার স্কাউটস দলের পক্ষ থেকে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার, মহেশখালী জেটি, উপজেলা পরিষদ এলাকা, আদালত সড়ক ও গোরকঘাটা নামার বাজার সহ আরো কয়েকটি স্থানে বিভিন্ন গাড়ির ড্রাইভার সহ প্রায় দুই শতাধিক যাত্রী সাধারণকে মাস্ক বিতরণ করা হয়।