বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

মহেশখালীর যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী বাসন্তী ভট্টাচার্যের পরলোকগমন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

 

আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীর যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী বাসন্তী ভট্টাচার্যের পরলোকগমন।
মহেশখালী শহীদ পরিবার কল্যাণ পরিষদের সাবেক সভানেত্রী ও মহেশখালীর যুদ্ধাপরাধের মামলার অন্যতম সাক্ষী, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সাবেক সভানেত্রী বাসন্তী ভট্টাচার্য চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তাঁর সৎকার্য চট্টগ্রাম বলুয়ার দিঘির পাড়ের মহাশ্মশানে সম্পন্ন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের সময় মহেশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দু পাড়াস্ত মাতব্বর বাড়িতে থাকাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর গুলিতে তাঁর স্বামী বাবু আদিনাথ ভট্টাচার্য শহীদ হন।
বাসন্তী ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক তিনি এক শোকবার্তায় বলেন মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বামী ও  এই শহীদ পরিবারের অবদানের কথা চিরকাল মানুষ স্মরণ রাখবে।
মহান মুক্তিযুদ্ধের পর মহেশখালীর শহীদ পরিবারের কল্যাণে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন এবং প্রত্যেকটি শহীদ পরিবারের খোঁজ খবর নিতেন। আমরা এই সংগ্রামী শ্রীমতি বাসন্তী ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..