আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীতে ৩ জলদস্যু আটক।
সাগর উপকূল দাবিয়ে বেড়াচ্ছে জলদস্যুরা। জানাগেছে, সাগরে মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহেশখালীতে তিন জলদস্যুকে জনতার সহযোগিতায় আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
রবিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নাথপাড়ার বাদশা মিয়ার পুত্র আনিসুল ইসলাম ছোটন (৩৪), দক্ষিণ ধুরুং অলি পাড়ার আহমদ ছৈয়দের পুত্র আজিজুর রহমান (৩৭) ও মুসা সিকদার পাড়ার মঞ্জুর আলমের পুত্র রায়হান (৩১)।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই তিন ব্যক্তি বঙ্গোপসাগরের ট্রলারে ডাকাতি করে তাজিয়াকাটা ঘাট হয়ে কূলে ফিরছিল।
বেলা সাড়ে ১০টার দিকে তিন ব্যক্তি সোনাদিয়া থেকে বোটযোগে তাজিয়াকাটা ঘাটে নামে। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে ২-৩ দিন আগে বাঁশখালীর তৈয়ব উল্লাহ, আব্দুল গফুর ও আব্দুল শুক্কুরের মাছ ধরার ট্রলারে ডাকাতিতে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করে।
মহেশখালী-কুতুবদিয়া সার্কেল এএসপি জাহেদুল ইসলাম আটকের ঘটনা পূর্বকোণকে সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাদের গ্রুপে আর কারা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত ৭দিনে শতাধিক ট্রলার সাগরে ডাকাতির শিকার হয়েছে।