মহেশখালীতে নির্মিত হচ্ছে শিশু পার্ক।
আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নতে শিশুদের বিনোদন ও মেধা বিকাশের জন্য নির্মিত হচ্ছে নান্দনিক শিশু পার্ক।উপজেলা প্রশাসন থেকে জায়গায় নির্ধারণ করে দেওয়া হয়েছে।উপজেলা প্রসাশন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ এই যৌথ উদ্যোগ গ্রহণ করে বলে জানা যাই।মহেশখালী উপজেলা প্রসাশন ছোট মহেশখালী ইউনিয়নে লম্বা ঘোণা বাজারে পাশে একটি খাস জমি নির্ধারণ করে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার।
দেশের একমাত্র পাহাড়ি ব-দ্বীপ ও প্রথম ডিজিটাল আইল্যান্ড মহেশখালী উপজেলার শিশুদের বিনোদনের একমাত্র কেন্দ্র- ছোট মহেশখালীর শিশু পার্কের বেশ কিছু বন্য প্রাণীর ম্যুরাল চলে আসছে।
এসব ম্যুরাল কেন্দ্রটির বিভিন্ন স্থানে বসানো হবে।
এই বিনোদন কেন্দ্রটি চলিত মাসে শুভ উদ্ধোধন করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
পরবর্তী সময়ে মহেশখালীতে আরো ৪টি শিশু পার্ক করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়।