রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

মহেশখালীতে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত
আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীতে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
মহেশখালী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুুতি নেওয়া হয়েছে ।আসন্ন মহেশখালী পৌরসভা ও  ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল (১১ সেপ্টেন্বর শনিবার) বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল জাহেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই। এছাড়াও মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও  সাবেক মেয়র সরওয়ার আজম বিএ। সভায় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, যে কোন উপায়ে মহেশখালীতে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা ও তিন  ইউনিয়ন পরিষদ সাধারণ  নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হবে। কোন পেশী শক্তি অস্ত্রবাজ ও সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।নির্বাচন চলাকালে বহিরাগতদের চলাফেরায় কঠোর নজরদারিতে রাখা হবে।  নির্বাচনে ভোট গ্রহণের সময়ে ভোট কেন্দ্রের ভিতরে বাহিরে কয়েক স্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যগণ। অতিতের যে কোন নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক  সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল মহেশখালীতে আসন্ন পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের বিভিন্ন বক্তব্যের জবাবে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, নির্বাচন চলাকালে অবৈধ অস্ত্র উদ্বারে অভিযান চালানো হবে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনগত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেইক আইডিতে কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্ঠা করতে চাইলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। এব্যাপারে তিনি মহেশখালী থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে, আগামী ২০ সেপ্টেম্বর  মহেশখালী পৌরসভা, কুতুবজোম, হোয়ানক ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..