মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মাহমুদ হাসান রিপন এমপি
মোঃ আনছারুজ্জামান,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফুলছড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩’’ পালন করা হয়। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ
থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুলছড়ি উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জননেতা জনাব মাহমুদ হাসান রিপন এমপি (৩৩ গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি)। পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাঘটা উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।