বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির পক্ষে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকে শুভেচ্ছা জ্ঞাপন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির পক্ষে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকে শুভেচ্ছা জ্ঞাপন

এস,এস জহিরুল ইসলাম বিদ্যুৎ –

 নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্হাপনায়  ও অক্লান্ত পরিশ্রম ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার  মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে  সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব সুন্দর  ভাবে পালিত হওয়া সেই সাথে সার্থক ভাবে সমাপনী হওয়ায়   কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফুল দিয়ে শুভেচ্ছা ও  অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’কে  স্নান উৎসব কমিটির নেতৃবৃন্দ । স্নানে আগত দেশ ও বিশ্বের  লাখো   সনাতন ধর্মাবলম্বীদের আগমনে  প্রানবন্ত উৎসবে পরিণত হয়েছিল। এই প্রথম এত শান্তি প্রিয় ভাবে তারা উৎসব পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন  মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার,স্নান কমিটির উপদেষ্টা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,  জেলার সহ সভাপতি তিলোত্তমা দাস,  মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহসভাপতি সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি ও স্নান কমিটির দপ্তর সম্পাদক শিশির ঘোষ অমর। সহ দপ্তর অভিরাজ সেন সজল। জনসংযোগ সম্পাদক শ্রী তারক দাস, সদস্য দিলীপ দাস।অনুপম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..