শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

মসজিদের টাকা হিসাব চাওয়ায় ডিমলায় বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্চিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার পঠিত

 

মসজিদের টাকা হিসাব চাওয়ায় ডিমলায় বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্চিত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ৬ আগস্ট শুক্রবার নামাজ বাদ বাবুর হাট উত্তর পাড়া বাইতুল  মামুর জামে মসজিদের  বর্তমান ব্যবস্হাপনা কমিটির সহকারী  প্রধান উপদেষ্টা ও সাবেক ডিমলা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল হক কে কিলঘুষি মেরে  পরিহিত  শার্ট  বিবস্ত্র করে অপমানিত করেন তইবুল ইসলাম,রমজান আলী,অহিজুল ইসলাম,রাজু ইসলাম, সাজু ইসলাম সহ আরো অনেকে।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক জানান -যেহেতু আমি উক্ত মসজিদের ব্যবস্থাপনা কমিটির সহকারী প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে আংশিক কমিটি অদ্যবধি মসজিদের আয়-ব্যয়ের কোন হিসাব জামাত বাসিকে না দেওযার ফলে, জামাত বাসীগন আমাকে আয়-ব্যয়ের হিসাবের ব্যবপারে কমিটিকে জানাইতে বললে আমি জামাত বাসির পক্ষে শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লীদের উপস্থিতিতে বর্তমান আংশিক কমিটিকে মসজিদের আয়-ব্যয়ের হিসাব দিতে বলিলে উক্ত প্রত্যক্ষ ব্যক্তিরা আমার উপর ক্ষিপ্ত হয়ে কিলঘুষি ও পিরিহিত শার্ট বিবস্ত্র করে অপমানিত করেন।
সুএ মতেঃ- বাইতুল মামুর জামে মসজিদে বিগত ৩ বছর পূর্বে ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার পর কমিটির মধ্যে অর্ন্তদ্বন্দ থাকায় মোট ৮ জন সদস্য কমিটি হইতে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরে আংশিক কমিটি অদ্যবধি মসজিদের আয়- ব্যয়ের কোন হিসাব জামাত বাসির কাছে উপস্থাপন করেননি।
তিনি আরও বলেন ১৯৭১  সালে বীর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমার মত এদেশের বীর মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে কিন্তু দুঃখের বিষয় স্বাধীন দেশে আজ বীর মুক্তিযোদ্ধারা বিবস্ত্র ও অপমানিত হচ্ছে। আমি বীর বাঙালির কন্যা জন নেত্রী শেখ হাসিনার কাছে আমার বিবস্ত্র  কারী- ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..