মরহুম মাহমুদ সাজ্জাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ,
মোঃ মিজানুর রহমানঃ মাহমুদ সাজ্জাদ ব্যক্তিগত জীবনে ছিলেন একজন সজ্জন, বন্ধুবৎসল ও পরোপকারী মানুষ।তিনি ছিলেন সর্বদা হাসিখুশি।হাসি দিয়ে খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতেন।শক্তিমান এ অভিনেতার অভিনয়ের সকল শাখায় ছিল সুদীপ্ত পদচারণা।দেশবরেণ্য বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মরহুম মাহমুদ সাজ্জাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তাঁর স্মৃতিচারণ করে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আজ বাদ মাগরিব মুক্তাগাছা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম মাহমুদ সাজ্জাদের ছোট ভাই ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রধান অতিথি বলেন, মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে আমি একাধারে ভাই,বন্ধু ও পিতাকে হারালাম। তিনি বলেন,আমাদের পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং ভাই-বোনদের মধ্যে গভীর সুসম্পর্ক বিদ্যমান যা বর্তমানে সচরাচর দেখা যায় না।প্রতিমন্ত্রী এ সময় তাঁর বড় ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মুক্তাগাছা উপজেলাবাসী-সহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাবেক সচিব আব্দুল হক,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিমন্ত্রীর মেজো ভাই ম হামিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মেরাজুল ইসলাম মেরাজ।এর আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি অনুষ্ঠিত হয়।