মরহুম নাসিম স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম নাসিম স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন
গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, গোবিন্দগঞ্জ মোটরস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাইম, সাপমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেকুল বাসার দুলাল প্রমুখ।
প্রথম দিনের এ উদ্বোধনী টুর্নামেন্টে বাগদা মিশন ফুটবল একাদশ বনাম রায়ভাঙ্গি ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে।