ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে জেলা প্রশাসন আয়োজিত জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠান মালা -২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সন্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহের টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বাংলাদেশ বেতারে কর্মরত জিহাদ রায়হান।এ সময় বিভিন্ন কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।