ময়মনসিংহে গৌরীপুরে গণটিকা কার্যক্রম শুরু
মো. মাসুদ আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি ) :
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ আগস্ট ) কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ২৫ উর্দ্ধ মহিলা ও পুরুষ এ টিকা কার্যক্রমের আওতায় আসবে। তবে ৫০ উর্দ্ধগণ অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১টি কেন্দ্রে একযোগে আজকে বাস্তবায়িত গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ উপস্থিত থেকে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উৎসাহ- উদ্দীপনা নিয়ে মানুষ টিকা গ্রহণ করছে।
পৌরসভার সম্মানিত মেয়র,কাউন্সিলরবৃন্দ,ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যারা সার্বিকভাবে উদ্বুদ্ধকরণ ও ফ্রি রেজিষ্ট্রেশন করাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করেছেন,তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।