মো. মাসুদ আলম ভূঞা ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে কঠোর লকডাউনের ১১তম দিনে রবিবার (১১ জুলাই) উপজেলায় পৃথক দুইটি ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০টি মামলায় ৫ হাজার ৮ শ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন কার্যকর করতে রবিবার গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্তু সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা ও পৌর শহরে পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬টি মামলায় ২ হাজার ৮শ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজওয়াল হাসান ৪টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।