মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন
ময়মনসিংহ থেকে মো মাসুদ আলম ভূঞা :
ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ কর্মসূচি পালিত। এ উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্যে ছিল- জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকসভা ও দোয়া-মাহফিল, গণভোজ।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি ।
এতে বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক একেএম আব্দুর রফিক, উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার টানা তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনতার একাংশের ভীড়ে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাসুদ আলম ভূঞা ও ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে এবং সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে, সকলে মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে স্বজন হারানোর শোক ভুলে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিল গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস টিম, ফায়ার সার্ভিসের কর্মী, আনসার বিডিপি ‘র সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সক্রিয় সদস্য বৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..