শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকি’র মুখে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকি’র মুখে

ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার কারণে জনস্বাস্থ্য হুমকি’র মুখে। সব মিলিয়ে অত্র উপজেলায় ১৮ টি অবৈধ ইট ভাটা চিহ্নিত হয়েছে। এর মধ্যে দূষণের ক্ষেত্রে ১ম স্থানে আছে রামগোপালপুর ইউনিয়ন, ২য় স্থানে বোকাইনগর ইউনিয়ন, ৩য় স্থানে অচিন্তপুর ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া_উদ্দিন।

গত ৯ ডিসেম্বর ২০২৪ইং সাবেক ইউএনও’র নিকট লিখিত ভাবে অবৈধ ইটভাটা বন্ধের আহবান জানালে, তিনি তা গ্রহণ করেন এবং বিষয়টি নিয়ে আন্তরিক ভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু তিনি সপ্তাহ খানেক পর পদোন্নতিজনিত বদলি হয়ে যান। তার স্থলাভিষিক্ত বর্তমান ইউএনও’র সাথে আলোচনা কালে তিনি জানান, অবৈধ ইটভাটা বন্ধের ব্যাপারে তার আন্তরিক চেষ্টা অব্যাহত থাকবে।

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার(১৪ জানুয়ারি) ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ইটভাটায় অভিযান চালিয়ে আর্থিক জরিমানা ও মৌখিক ভাবে ইটভাটা বন্ধের নির্দেশ দেন।

অভিযানে ৭ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক সঠিক কোন কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমান আদালত তাৎক্ষনিক ইট ভাটার মালিকদেরকে পৃথক পৃথক পরিমানে ১৪ লক্ষ টাকা জরিমানা করে ।
জরিমানাকৃত ইটভাটাগুলো হল- এস.এস ব্রিকস ২ লক্ষ, ভূইয়া ব্রিকস ফিল্ড ২ লক্ষ, শামছু ব্রিকস ৩ লক্ষ, এন জি এম ব্রিকস ৩ লক্ষ, চাচা ভাতিজা ইট ভাটা ৩ লক্ষ ও একতা ব্রিকস ফিল্ড মালিককে ১ লক্ষ টাকা।

ইটভাটা স্থাপন নীতিমালা আইনে স্পষ্ট বলা আছে আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। (যেখানে আবাসিক বলতে বুঝায় যেখানে ৫০ ঘর মানুষের বসবাস)
শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র এইরকম স্থান থেকে নিরাপদ দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে।
ইট বানাতে যে মাটি আনা নেওয়া হবে, সেই মাটি স্থানান্তর করার জন্য কাভার্ড ভ্যান ব্যবহার করতে হবে।( যা এখনো অত্র উপজেলায় চোখেই দেখা যায় নি)

ইটভাটার চারিদিকে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। যা একটা ইটভাটাতেও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে এইসমস্ত ইটভাটাগুলো তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার কারণে জনস্বাস্থ্য হুমকি’র মুখে। ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতিরই তোয়াক্কা নাকরে গড়ে উঠা এসব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবী এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা’র সাথে যোগাযোগ করে জানা যায় চলতি সপ্তাহের প্রথম দিকেই তিনি লিখিত নোটিশ পাঠাবেন এবং এসকল অবৈধ ইটভাটা স্থায়ী ভাবে বন্ধ করে দিবেন। সুনন্দা সরকার প্রমা সহকারী কমিশনার (ভূমি)’র এই আন্তরিক উদ্যোগকে স্থানীয় সমাজ সাধুবাদ জানিয়েছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। তাকে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো রোকন মিয়াসহ গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..