রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে নব নির্বাচিত গৌরীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে নব নির্বাচিত গৌরীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিল
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নব নির্বাচিত গৌরীপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিল করেন।

আনন্দ মিছিলটি কালীপুর মধ্যম তরফ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর ঐতিহাসিক হারুন উদ্যানে শেষ হয়। গৌরীপুর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মো: রিয়াদ হাসান এর সঞ্চালনায়
এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ডেভিড ও সহ সভাপতি মো: শহীদুল ইসলাম। আরোও বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক
মো: এবাদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আব্দুল বাতেন প্রমুখ। বক্তারা নবগঠিত গৌরীপুর উপজেলা নবীন দলের আহ্বায়ক কমিটির সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েন।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা উক্ত আনন্দ মিছিলে উপস্থিত থাকার কথা থাকলেও কেন্দ্রীয় কর্মসূচি থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের গৌরীপুর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় হয়েছে। ২১ সদস্যের মধ্যে আহ্বায়ক ১জন, যুগ্ম-আহ্বায়ক ১৬জন, সদস্য সচিব ১জন ও সদস্য ৩জন। মো: এবাদুল ইসলামকে আহ্বায়ক ও মো: আব্দুল বাতেনকে সদস্যসচিব করে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দল, জনতার একাংশ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..