“মনের ভয়কে দূর করুন, সেচ্ছায় রক্ত দান করুন” এই স্লোগান কে ধারণ করে ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম এর পথচলা শুরু হয় ১৭/০৯/২০ ইং হাঁটি হাঁটি পা পা করে। ১ বছর শেষ করে ২য় বছরে পদার্পণ করল। তাই আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনাড়ম্বর সাজে স্বাস্থ্যবিধি মেনে বর্ষপূর্তি। স্থান সি ওয়ার্ল্ড কাঁচা বাজার সেভেন মার্কেট আকবর শাহ থানা। সময় শুক্রবার দুপুর ২ ঘটিকায়। সার্বিক আয়োজনে আছেন মানবতার ফেরিওয়ালা আরাফাত রহমান।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৯ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিল জনাব জহুরুল আলম জসিম, মানবিক শওকত হোসেন, ( মানবিক পুলিশ ইউনিট পুলিশ সদস্য ও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা) উপস্থিত থাকবেন (বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ ভিপি বাউবি শাখা)মোঃ পারভেজ খাঁন, আরো উপস্থিত থাকবেন (জি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি) মোঃ সাইদুর রহমান আরমান, উপস্থিত থাকবেন সি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সুমন সহ অন্যান্যরা।